শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
MD REHAN | ০৮ নভেম্বর ২০২৩ ১৫ : ৪৭
ঠাকুরপুকুর এলাকার ১৮ বছর বয়সী শুভদীপ শর্মা। পড়াশোনার পাশাপাশি তার ইচ্ছা প্রতিমা তৈরি করার আর সেই মতোই নিজের হাতে সে তৈরি করে ফেলেছে কালী প্রতিমা। এখানে এসে আমরা জানতে পারলাম এই প্রতিমা তৈরি করার কাজ সে কখনো শেখেনি এবং তার বাড়ির কেউ কোন প্রতিমা শিল্পের সাথে যুক্ত নয়। তবে এই প্রতিমা দেখলে আপনারা কেউ বুঝতে পারবেন না যে এটা কোন শিল্পীর তৈরি নাকি ১৮ বছর বয়সী এক ছেলের। এবং শুভদীপ আরও জানালো সে শুধু এই প্রতিমা নয় এর আগে সে দুর্গা প্রতিমা ও সরস্বতী প্রতিমাও বানিয়েছে। এবং এই প্রতিমা সে নিজেই পূজো করবে।